আইনী লড়াইয়ে কোম্পানীগঞ্জের ওসি আব্দুল হাই : ইঁদুরদৌড়

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

আইনী লড়াইয়ে কোম্পানীগঞ্জের ওসি আব্দুল হাই : ইঁদুরদৌড়

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পাথররাজ্য থেকে আরেক পাথররাজ্যে বদলী পুলিশের ওসি আব্দুল হাইয়ের। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি আব্দুল হাই দীর্ঘদিন গোয়াইনঘাটের পাথর রাজ্য লুট করে গত ৮ জুন বদলী হয়ে বর্তমানে আছেন বিশাল আরেক পাথররাজ্য কোম্পানীগঞ্জে। এই রাজ্যে তার দৈনিক বখরা ১০ লাখ টাকার বেশী। দিনে ও রাতের আঁধারে পাথর কোয়ারিতে হাজারো বোমামেশিন চলে তারই আইনী শেল্টারে। এর বিরুদ্ধাচরন করলেই উল্টো গ্রেফতার ও মামলার খড়গ। গত কয়েকদিন পূর্বে তার মাসোহারা ও বখরাবাজির বিরুদ্ধে এসপি ও ডিআইজি বরাবরে অভিযোগ করায় গ্রেফতার হয়েছেন এক পাথর ব্যবসায়ী। মামলায় আসামী হয়েছেন শাসকদল আওয়ামী লীগের অনেক গন্যমান্য নেতাকর্মী। কিন্তু এবার তিনি ফেঁসে গেছেন আইনের বেড়াজালে দুদকের ফাদে। বিচারিক আদালতে অনিয়ম-দূর্নীতির একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে,যা’ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক।

Manual7 Ad Code

পাথররাজ্য কোম্পানীগঞ্জের বিভিন্ন পাথর কোয়ারিতে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করে শতশত কোটি টাকার ক্ষতি, দুর্ণীতি-অনিয়ম করে লুটপাট ও পরিবেশের ৪-৫ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর সিলেট জজকোর্টে থানার ওসি আব্দুল হাই সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়। প্রাথমিক শুনানী শেষে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আদেশ দিয়েছেন আদালত। আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দশ দেয়া হয়।

Manual4 Ad Code

মামলার অভিযোগ করা হয়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি, শাহ আরেফিন টিলা, দায়ারবাজার, লিলাইবাজার, উৎমা, গুচ্ছগ্রামসহ অন্যান্য কোয়ারি থেকে নিষিদ্ধ ঘোষিত বোমা মেশিনসহ অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এতে শতশত কোটি কোটি টাকার ক্ষতি ও ৪-৫ হাজার কোটি টাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। থানার ওসি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার যোগসাজশে পাথরখেকোরা এসব ধ্বংসলীলা চালাচ্ছে এবং ওসি আব্দুল হাই মোটা অংকের টাকা গ্রহণ করে পাথরখেকোদের ধ্বংসাত্মক কাজের সুযোগ করে দিচ্ছেন। এ মামলার পর টনক নড়েছে ওসি আব্দুল হাইয়ের। এবার শুরু হয়েছে দুদকসহ উপরমহলে তার ইঁদুরদৌড়।

Manual4 Ad Code

ওসি আব্দুল হাইয়ের অনিয়ম ও ঘুষরাজ্য কায়েমের বিরুদ্ধে সম্প্রতি সংবাদ সম্বেমলন করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও অজ্ঞাতকারণে আজোবধি কোন ব্যবস্থা না নেয়ায় এলাকার জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..