ওসমানীনগরে প্রবাসীর বাড়ি জবর দখলের চেষ্টা : রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

ওসমানীনগরে প্রবাসীর বাড়ি জবর দখলের চেষ্টা : রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগরে আদালত অগ্রাহ্য করে ভ’মি জবর দখল প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার রায়শ্রদ্ধা গ্রামের রাছনা বেগম গত ৮ সেপ্টেম্বর এ অভিযোগ করেন।

Manual4 Ad Code

অভিযোগে প্রকাশ, ওসমানীনগর থানার রায়শ্রদ্ধা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী পরিবারের রাছনা গেমের সাথে একই গ্রামের সুফিয়ান আহমদ-দের ৭০ শতকের বাড়ি নিয়ে বিরোধ রয়েছে। এ ব্যাপারে সুফিয়ান আহমদ ও তার পক্ষের লোকজন সিলেটের সিনিয়র সহকারি জজ (বালাগঞ্জ) আদালতে একটি স্বত্ব-মোকদ্দমা (নং-৭৭/২০১৭) দায়ের করেন। মামলা চলমান থাকাবস্থায় সুফিয়ানরা নিজেই আদালত লংঘন করে ওই বাড়ি জবরদখলে নিতে তৎপর হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় গত ৮সেপ্টেম্বর সকালে সুফিয়ান ও তার দলবল সশস্ত্র অবস্থায় ওই বাড়িতে প্রবেশ করে গাছপালা কাটতে শুরু করেন। রাছনা বেগম আদালতের দোহাই দিয়ে বাড়ির গাছপালা কর্তন থেকে বিরত থাকার অনুরোধ করলেও সুফিয়ানরা তা থেকে বিরত থাকছেন না। এ নিয়ে এলাকায় দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী দাঙ্গা-হাঙ্গামা ও খুন খারাবির আশংকা রয়েছে। এলাকার শান্তিকামী মানুষ আইনশৃংখলা ও শান্তি রক্ষায় এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দ্রুততর পদক্ষেপ কামনা করছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছে । ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

তবে রাছনা বেগমের অভিযোগ পুলিশ সরে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে বাড়ির গাছবৃক্ষ কর্তন অব্যাহত রাখেন দখলবাজ সুফিয়ান ও তার লোকজন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..