সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটে অভিযান চালিয়ে ৫১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। এসময় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হকার্স মার্কেট এলাকায় পরিবেশ অধিফতর সিলেটের উপ-পরিচালক আলতাব হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে জাকির এন্টাপ্রাইজ থেকে ৫১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসময় পলিথিন রাখার দায়ে দোকান মালিক জাকির আহমদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিউ রাকা এন্টারপ্রাইজকে খুচরা পলিথিন বিক্রির দায়ে পাঁচশ’ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে ইউসুফ রেস্টুরেন্টে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd