সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বিবাহিত মহিলাকে বিয়ের জন্য নতুন ‘ফন্দি’। তা করতে গিয়েই শ্রীঘরে ২৯ বছর বয়সী এক যুবক। জানা গেছে, ভারতের দিল্লির মধু বিহার এলাকার বাসিন্দা এক মহিলা পুলিশের কাছে ছেলে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে অবাক হয়ে যায় পুলিশ।
পরে দিল্লির কনট প্লেস এলাকা থেকে চার বছরের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিব কুমারকে। ওই শিশুটির মা-কে বিয়ে করার জন্যই এমন ফন্দি করেছিল শিব কুমার। সন্তানের অপহরণের খবর কানে গেলেই মা বিয়ে করতে রাজি হয়ে যাবেন, এমন ভেবেই অপহরণের ছক কষে শিব।
জানা যায়, ওই মহিলার বাড়িতে শিব কুমার গত শনিবার ঈদের শুভেচ্ছা জানাতে যায়। তার পরেই সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় সে। উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিয়ে করার ‘শখে’ এখন হাজতে ঠাঁই হয়েছে শিবের।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd