সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮
সিলেট :: সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের ছাতক প্রতিনিধি আনোয়ার হোসেন রনির মুক্তির দাবিতে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় বৃহত্তর সিলেটের সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন জাতীয়, স্থানীয় ও ইলেট্রনিক্র মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রনির মুক্তি দাবি করেন। মামলার ষড়যন্ত্রকারী ছাতক থানার ওসি আতিকুর রহমান ও মামলার বাদি টিএসআই মোস্তফার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিক রনিকে মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, পুলিশ মামলা করে একজন সাংবাদিকের সুনাম নষ্ট করেছে, এটা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আনোয়ার হোসেন রনির নিঃশর্ত মুক্তির দাবি জানান।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ ও ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরনের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক সমকালের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, ছাতক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হুসেন তোতা মিয়া, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আহ্বায়ক শফিক আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন, দৈনিক ইত্তেফাকের ছাতক প্রতিনিধি আব্দুল আলিম, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নাজমুল কবির পাভেল, কোম্পনীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসান, প্রথম আলোর ফটোগ্রাফার আনিস মাহমুদ, সিলেট মিরর এর ফটোগ্রাফার শহীদুল হক, সিলেট প্রেসক্লাবের সদস্য এনামুল হক, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য আলী আসগর ইমন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জমিরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি খয়ের আহমদ, দৈনিক যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাসিব তপাদার, দৈনিক কালেরকন্ঠের ছাতক প্রতিনিধি মাহবুব আলম,মানবাধিকার কর্মী রাজিকুল ইসলাম, দৈনিক শ্যামল সিলেটের ছাতক প্রতিনিধি রেজাউল করিম রেজা, কাজির বাজারের ছাতক প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক সুনামগঞ্জের সময়ের ছাতক প্রতিনিধি কামরুল হাসান সবুজ, দৈনিক জালালাবাদের ছাতক সংবাদদাতা নাজমুল ইসলাম, এশিয়ার বানী প্রতিনিধি আরিফুর রহমান মানিক, দৈনিক প্রতিদিনের সংবাদ ছাতক প্রতিনিধি সদরুল আমিন, দৈনিক সিলেটের দিনকাল ছাতক প্রতিনিধি হেলাল আহমদ, ডেসটিনি প্রতিনিধি মোশাহিদ আলী, সাংবাদিক এমজেএইচ জামিল, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাখি, সাংবাদিক ইমরান আহমদ, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মতিউর রহমান ও অলিউর রহমান শামীমসহ সিলেটে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে ছাতক থানার টিএসআই মোস্তফা বাদি হয়ে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রণির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার রাতেই রনিকে গ্রেফতার করে রাতভর থানা হাজতে অমানুষিক নির্যাতন চালায় পুলিশ। বর্তমানে গুরুতর আহত রনি কারাগারে রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd