সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
নিউজ ডেস্ক :: যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেনের বিশ্বনাথ উপজেলার ধর্মদা গ্রামে ও একই উপজেলার দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের বাড়িতে পুলিশী তল্লাসী ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যে মূলক আচরনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বনাথ থানা পুলিশের একটি দল গতকাল গভীর রাত্রে এই তল্লাসী চালায়। এসময় পুলিশ পরিবারের সদস্যদের কাছথেকে তাদের সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন ভয়ভীতি প্রদান করে।
রাজনৈতিক সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভাঙচুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার সাথে এই দুই নেতা জড়িত ছিলেন তাদের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি সিলেট নগরীর বাদামবাগিচা থেকে যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন ও ওসমানীনগর থেকে যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আবুল খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের গ্রামের বাড়িতে পারিবারিক ও তাদের অবস্থান অনুসন্ধানের জন্য নিয়মিত তল্লাশির নামে হয়রানী চালাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd