সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ট্রেনে এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইকালে ৫ মহিলা ছিনতাইকারীকে আটক করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (৮ সেপ্টেম্বর) আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাদেরকে আটক করে আদালতে নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠায়। আটকৃতরা হলো- হবিগঞ্জ সদরের ওসাইল্লা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৪), আব্দুল আজিজ মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (২৩), লিলু মিয়ার স্ত্রী কুমসুম (২৯) এবং একই এলাকার ফজল মিয়ার স্ত্রী রূনা বেগম (২১), এবং হবিগঞ্জের চুনারুঘাট জামালপুর গ্রামের রহমত আলীর স্ত্রী আঞ্জুমান (২৪)।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ওরা পূর্বাঞ্চল রেলপথের ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন যাত্রীদের কাছ থেকে মূল্যবান মালামাল ছিনতাই করে থাকে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd