বিশ্বনাথের গুরুত্বপূর্ণ সড়কের রোড সাইনগুলো উল্টোদিকে দেখাচ্ছে সড়ক!

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮

বিশ্বনাথের গুরুত্বপূর্ণ সড়কের রোড সাইনগুলো উল্টোদিকে দেখাচ্ছে সড়ক!

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-কামালবাজার-বিশ্বনাথ জিসি রোডের ১১কিলোমিটার আরএইচডি প্রায় ৩কোটি ৬০লাখ টাকা ব্যয়ে সংষ্কার কাজ শেষ হয়েছে মাসখানেক আগে। গ্রীলবার্ড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করলেও সড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিক সাইনগুলো উল্টোদিকে লাগানো। ওই রাস্তার রাজনগর মোড়ে ‘আচমকা বায়ে মোড়, আচমকা ডানে মোড়’ ট্রাফিক সাইনদুটি উল্টোদিকে সড়ক দেখাচ্ছে। যেদিকে কোনো সড়কই নেই। উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কে এমন ভূল রোড সাইনে প্রতিদিনই বিপাকে পড়তে হয় অপরিচিত চালকদের। এমনকি ভূল ট্রাফিক সাইনের কারণে।

Manual7 Ad Code

বিশেষ করে বিশ্বনাথ-সিলেট সড়কে কোনো দূর্ঘটনা হলে বিকল্প রোড হিসেবে সিলেট-কামালবাজার-বিশ্বনাথ রোড দিয়ে চলাচল করে সবধরনের যানবাহন। আর এই রাজনগর মোড়েই অপরিচিত চালকদের বিপাকে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে খামখেয়ালীভাবে লাগানো রোড সাইনের কারনে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা এমন আশংকা স্থানীয়দের।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রোড সাইনগুলো ভূলবশত: লাগিয়েছে। এগুলো পরিবর্তন করা হবে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..