সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটে বর্তমানে সকাল-সন্ধ্যায় বিমানের ডমেস্টিক ফ্লাইট চলাচল করছে না। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ সকাল-সন্ধ্যা ফ্লাইটের জন্য দাবি জানিয়ে আসছেন। তবে এবার আসছে সুখবর।
রবিবার সিলেটে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান জানিয়েছেন, সিলেটে বিনোয়োগকারীদের সুবিধার্থে সিলেট-ঢাকা রুটে বিমানের সকাল-সন্ধ্যা ডমেস্টিক ফ্লাইট চালু হবে।
তিনি বলেন, ‘এই পরিকল্পনাতেই ২১০০ সাল ডেল্টা প্ল্যান গৃহিত হচ্ছে। যার মাধ্যমে ভাটি এলাকাগুলো অনেক উপকৃত হবে। আগামীকাল ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে।’
রবিবার সকালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে হাইটেক পার্ক সিলেট (সিলেট ইলেক্ট্রনিক্স সিটি)- এ বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি।
মুখ্য সচিব আরোও বলেন, ‘সিলেট হাইটেক পার্ক ও সিলেট ইলেক্ট্রনিক্স সিটি কোন বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী সমৃদ্ধ মধ্য আয়ের দেশ গঠন এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের ধারাবাহিকতারই প্রতিফলন।’
তিনি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনে সিলেট সম্পৃক্ত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন প্রকল্প নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নির্দিষ্ট সময়ে যাতে প্রকল্প শেষ হয় সেজন্য সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd