বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলে তারাও সাবলম্বী হয়ে উঠতে পারে। ইতিমধ্যে প্রতিবন্ধীদের কল্যাণে সরকার নানা প্রদক্ষেপ গ্রহন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের কল্যাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধপুর গ্রামে দিশারী প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সিলেট জেলা প্রশাসক কর্তৃক প্রদানকৃত ৪ মেট্রিক টন জি.আর’র চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দৃষ্টি প্রতিবন্ধী আবুল লেইছ’র সভাপতিত্বে ও হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আশফাক উদ্দিন আহমদ’র পরিচালনায় চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, বিভাগীয় প্রতিবন্ধী ফোরামের প্রতিনিধি জি.ডি রুমু, সমবায় ব্যাংক সিলেটের পরিচালক নিরঞ্জন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকুর চন্দ্র ধর, বিশ্বনাথ উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী জাহান, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান ফয়েজ, ইউপি সদস্য আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য আব্দুল মুহিত আমির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী জুয়েল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি হাজী মোতাহির আলী, হাফিজ আব্দুল কাদির, আব্দুর রউফ, ময়না মিয়া, মোয়াজ্জিন মিয়া, সামছু মিয়া, আব্দুল মালিক, তেরা মিয়া, সংগঠক নজরুল ইসলাম, আব্দুল হালিম, সেলিম আহমদ, বাবুল মিয়া, জামাল উদ্দিন, বাচ্ছু মিয়া প্রমুখ।
Sharing is caring!