সাবেক মেয়র কামরানের নামে ভূয়া ফেইসবুক আইডি : সতর্ক থাকার আহ্বান

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮

সাবেক মেয়র কামরানের নামে ভূয়া ফেইসবুক আইডি : সতর্ক থাকার আহ্বান

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে লড়ছেন বদর উদ্দিন আহমদ কামরান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে নির্বাচনী নানা প্রচারণা আর কার্যক্রম শুরু করেছেন তিনি।

Manual7 Ad Code

সম্প্রতি বদর উদ্দিন আহমদ কামরানের নামে ফেসবুকে সার্চ দিলে কয়েকটি অ্যাকাউন্ট পাওয়া যায়। এছাড়াও তার নামে রয়েছে অসংখ্য ভুয়া পেজ। আর সেসব ভুয়া আইডি ও পেজ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ছবি, স্ট্যাটাস ও নিউজ লিংক পোস্ট করা হচ্ছে। একই সাথে সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে এই আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হচ্ছে। গত ২৬ জুন বদর উদ্দিন আহমদ কামরান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট চালু করা হয়েছে। সেই ফেসবুক প্রোফাইলে প্রবেশ করলে দেখা যাচ্ছে কামরানের একটি ছবি প্রোফাইল পিকচার এবং ॥’উন্নয়নের জন্য নৌকা॥’ শিরোনাম আর কামরানের ব্যক্তিগত ছবিসহ কাভার পিকচার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমের নানা ছবি পোস্ট করা হচ্ছে। তবে সেখানে কামরানে ঠিকানা উল্লেখ করা হয়েছে পাকিস্তানে!! পাকিস্তানের সিলেট লাইনস, সিন্ধ এলাকায় সেই কামরানের হোম সিটি উল্লেখ করা হয়েছে। সেই সাথে জুড়ে দেয়া হয়েছে একটি মোবাইল নম্বর (০১৭২৭৬৫০৪৮৯)। যেটি কল করলে বন্ধ পাওয়া যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, ওই ফেসবুক অ্যাকাউন্টের বিশ্বস্ততা অর্জনে আপাতত কামরানের নির্বাচনী নানা প্রচারণা ও কার্যক্রমের ছবি পোস্ট করা হচ্ছে। পরবর্তীতে মেয়রপ্রার্থী কামরানের নামে অপপ্রচার ছড়িয়ে দিতে এই অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে।

Manual8 Ad Code

ধরণের আশংকা জানিয়ে বদর উদ্দিন আহমদ কামরান জানান, আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরণের ছবি প্রকাশ করা হচ্ছে। পাকিস্তান ঠিকানা দিয়ে আমার নামে যে ফেসবুক আইডি সেটি আমি খুলিনি। তিনি তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এ ভূয়া আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলেও জানান।

তিনি জানান, আমার নামে দুটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া অন্য কোন একাউন্টের দায়ভার আমার উপর নেই।
সিলেট সিটি করপোরেশনের সাবেক জননন্দিত মেয়র কামরান এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

Manual1 Ad Code

নিম্নে জননন্দিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের দুটি ফেইসবুক অ্যাকাউন্টের লিংক দেওয়া হয়েছে। এ দুটি আইডি ছাড়া আর কোন আইডি নেই এ সাবেক মেয়রের।

Manual6 Ad Code

 

https://www.facebook.com/badaruddinahmed.kamran.1?ref=br_rs_WyJrZXl3b3Jkc191c2VycyJd

 

https://www.facebook.com/profile.php?id=100014943498818&ref=br_rs_WyJrZXl3b3Jkc191c2VycyJd

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..