সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: শরহতলীর এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার লিলাপাড়া গ্রামে ডাকাতের হামলায় ৪ জন অাহত হয়েছেন।
এসময় জনতা ২ ডাকাতকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
শুক্রবার রাত ৩টার দিক এ ঘটনা ঘটে। অাহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত কামাল অাহমদ জানান, রাত ৩টায় তাদের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। পাশের ঘরের মহিলাদের চিৎকার শুনে অন্যরা সাহায্যে এগিয়ে এলে ডাকাতরা হামলা চালায়। এতে তিনি নিজেসহ ৪ জন অাহত হন।
অাহতরা হচ্ছেন অাল অামিন (৩০), দিলোয়ার (৩৫), জসিম উদ্দিন (২০)। তারা সবাই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
এয়ারপোর্ট থানার ওসি গৌসুল হোসেন বলেন, ২ ডাকাতকে অাটক করা হয়েছে। তাদের একজন জালালাবাদ থানার হাটখোলা দখড়ি গ্রামের মৃত জমসিদ অালীর পুত্র চেরাগ অালী (৪০)। অপরজনের বাড়ি বিশ্বনাথ। অন্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd