সুনামগঞ্জে তিন বখাটের গণধর্ষণ চেষ্টার অপমান সইতে না পেরে কিশোরীর আত্বহত্যা!

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮

সুনামগঞ্জে তিন বখাটের গণধর্ষণ চেষ্টার অপমান সইতে না পেরে কিশোরীর আত্বহত্যা!

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: গণধর্ষণ চেষ্টার অপমান সইতে না পেরে সুনামগঞ্জের দিরাইয়ে ১৫ বছরের এক কিশোরী আত্বহত্যা করেছে ।’ নিহতের নাম সোমা খানম। সে উপজেলার রাজনগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত সাদির খানের মেয়ে।’ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠিয়েছে।’

শনিবার দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকার মামার বাসার সামনে আম গাছের ডালের সাথে গলায় ওরনা পেছিয়ে সোমা আত্বহত্যা করেন।’

Manual5 Ad Code

নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, দিরাই অনন্তপুর গ্রামের পিতৃহীন এতিম কিশোরী সোমাকে গত প্রায় তিন মাস পুর্বে গ্রামের তিন বখাটে তাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া, জহর মিয়ার ছেলে জাহাঙ্গীর ও খালেক মিয়ার ছেলে তানজিল গ্রামের সামনের সড়ক থেকে অপহরণ করে নিয়ে গিয়ে সোহেলের বাংলাঘরে গণধর্ষণের চেষ্টা করে। ’ এক পর্যায়ে বখাটেরা ধর্ষনে ব্যর্থ হয়ে সোমাকে শারিরীক ভাবে শ্লীলতাহানী ঘটায় । তুলে নিয়ে সোহেল মিয়ার বাংলোঘরে আটকে ধর্ষণের চেষ্টা করে।

Manual5 Ad Code

ওই ঘটনায় তিনজনকে আসামী করে দিরাই থানায় ধর্ষণ চেষ্টার অপরাধে মামলা (মামলা নং জি আর ৫২/২০১৮) দায়ের করা হয়।

এদিকে মামলা দায়েরের পর থেকেই আসামীদের রক্ষায় উপজেলার রাজনগরের প্রভাবশালী ইউপি সদস্য লেবু মিয়া ও শাসক দলের ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পরশ মিয়া ও হাদিছ মিয়া মামলা প্রত্যাহার করতে সোমা ও তার পরিবারকে অব্যাহত হুমকি প্রদানের পাশাপাশী নানা ভাবে চাপ দিয়ে আসছিলেন। প্রভাবশালী মহলটি আসামীদের রক্ষায় এলাকায় সোমার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা করতেও পিছপা হননি।’

নিহত সোমার ভাই সাইফুল ইসলাম খান শনিবার রাতে জানান, আসামীদের পক্ষ্য নিয়ে প্রভাবশালী ও আসামীরা মামলা তুলে নিতে হুমকি ধামকি দেয়ার পর মামলা পতুলে না নেয়ায় সোমার বিরুদ্ধে এলাকায় নানা রকম কুৎসা রটনা শুরু করলে সোমা গ্রামের বাড়ি ছেড়ে দিরাই পৌর শহরে মামার বাসায় আশ্রয় নেয় কিন্তু অবশেষে লোকসমাজে কুৎসা রটানোর কারনে আমার বোনকে আত্বহত্যা করতে বাধ্য করা হয়।’

Manual3 Ad Code

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে উপজেলার রাজনগর ইউনিয়নের ইউপি সদস্য লেবু মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পরশ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা উভয়েই শনিবার রাতে বলেন, আমরা মামলা প্রত্যাহারের জন্য কোন রকম চাপ বা হুমকি দেইন বরং আমরা চেষ্টা করেছিলাম বিষয়টি নিষ্পক্তির জন্য।’

Manual1 Ad Code

দিরাই থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, ‘ মামলা প্রত্যাহারে নানামুখী চাঁপ ও হুমকির কারনে প্রাথমিক তদন্তে সোমাকে আত্বহত্যার প্ররোচনায় বাধ্য করার বিষয়ে সত্যতা পাওয়া গেছে, এর পেছনে যে বা যারাই জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সোমার আত্বহননের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..