বন্যার্ত মানুষের পাশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল,সীমান্তবিডি!

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮

বন্যার্ত মানুষের পাশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল,সীমান্তবিডি!

ডেস্ক নিউজ :: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সীমান্ত বাংলাদেশ এর পক্ষ হতে ত্রাণ সামগ্রী বিতরণ। বন্যা কবলিত জকিগঞ্জ:আসুন আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।বারবার প্রাকৃতিক দূর্যোগ বন্যা ও ঘূর্নিঝড়ে সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মানুষ এখন বিপর্যস্থ।গত বছর ৩/৪ দফা বন্যায় কৃষকরা কোনো ফসলই ঘরে তুলতে পারেনি।গত বুরো ফসল ভালো হলেও ঘূর্নিঝড় ও শিলাবৃষ্ঠিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।তারপরও অবশিষ্ট ধান কৃষকরা ঘরে তুলার পরপরই আকস্মিক বন্যায় সমস্ত উপজেলা প্লাবিত হয়ে এখন দিশেহারা মানুষ।উাজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সুরমা কুশিয়ারার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বেশ কয়েক জায়গায় ডাইক ভাঙ্গনের ফলে প্লাবিত হয়েছিল জকিগঞ্জ উপজেলা।উজানের পানি নামতে শুরু করলেও নিম্নাঞ্চল এখন বন্যাকবলিত।পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে নানাবিধ রোগবালাই,খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাব।উপজেলার অধিকাংশ এলাকা এখন জলমগ্ন।বন্যায় মানুষের ক্ষয়ক্ষতি বর্ননাতীত।সরকারি সাহায্য অত্যন্ত অপ্রতুল।এ পর্যন্ত প্রতি ইউনিয়নে কিছু সরকারি চাল দেওয়া হয়েছে।এগুলো ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরন করা হচ্ছে।কিন্তু দূরবর্তী,দূর্গম বন্যার্ত মানুষের কাছে এসব সরকারি ত্রান এখনো পৌছেনি। এ অবস্থায় অনেক এলাকায় ব্যাক্তিগতভাবে,সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠন এবং প্রবাসী ব্যাক্তিবর্গ ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়িয়েছেন।আমরা সবাইকে সাধুবাদ জানাই,আমরাও সীমান্তবিডি পরিবার সাধ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।ঈদ যখন খুশির বার্তা নিয়ে মানুষের দুয়ারে হাজির ঠিক তখন বন্যায় ভেসেছিল জকিগঞ্জ।অনেক মানুষ মসজিদ কিংবা ঈদগায় নামাজে যেতে পারেনি। ক্ষতিগ্রস্ত লোকদের দুঃখ,দূর্দশা দেখে আর ধৈর্য্য ধারন করতে পারেনি।আমাদের সীমান্তবিডি’র প্রধান পৃষ্টপোষক ইখতিয়ার আহমদ চৌধুরীর নির্দেশে,উপ-সম্পাদক সুয়েব লস্কর,পৃষ্টপোষক তাজুল চৌধুরী শিপনের পরামর্শে আমরা আজ ০৯নং মানিক পুর ইউনিয়ের ০৪নং ওয়ার্ডে ও কাজলশাহ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া দুইটি পরিবার সহ কয়েকটি পরিবারের মধ্যে আমাদের সীমান্তবিডি’র নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে।সকল রাজনৈতিক দল,ছাত্র সংগঠন,সামাজিক সংগঠন,পেশাজীবি সংগঠন,বিত্তশালী লোক,প্রবাসীসহ সবাইকে এ মুহুর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর আহবান রইল।

Sharing is caring!

বিজ্ঞাপন


আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..