সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটি নেতৃবৃন্দের সাথে রয়েছে কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গভীর সখ্যতা। সন্ত্রাসী ছিনতাইকারী লালনকর্তাদের নিয়েই গঠিত হয়েছে এ দুই কমিটি। সিলেট নগরীতে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারীদের একজন আহমদ শিপন। এসএমপি ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে ১৩টি মামলা। কুখ্যাত ছিনতাইকারী বলে সিলেট কোতোয়ালী মডেল থানার নোটিশ বোর্ডে তার ছবি টানানো রয়েছে। এহেন কুখ্যাত ছিনতাইকারীকে জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের সাথে ফটো সেশনে দেখে সাধারণ নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন নতুন এই দুই কমিটি নাকি ছিনতাইকারী ও সন্ত্রাসীদের অভয়ারণ্য। নতুন করে এ দুই কমিটি গঠন করায় বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ভাটা পড়তে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd