সিলেটে মাদক মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮

সিলেটে মাদক মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে মাদক মামলায় রায়ে ২ জনের মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (১১ জুন) দুপুরে এ আদেশ প্রদান করেন সিলেট মহানগর দায়রা জজ মুজিবুর রহমান ভূঁইয়া।

মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের বিয়ানীবাজারের হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের উভয়কে একলক্ষ টাকা করে জরিমানাও করেন আদালত।

Manual3 Ad Code

দণ্ডপ্রাপ্তদের মধ্যে হোসেন আহমদ পলাতক রয়েছেন। পারভেজ সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

Manual6 Ad Code

আদালতের পিপি মফুর আলী এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের দক্ষিণ সুরমার বৈদেশিক ডাক বিভাগের ঠিকানায় চার জনের নামে একটি পার্সেল আসে।

Manual1 Ad Code

পরে তা ডাক বিভাগের সুপারভাইজার খুললে তাতে ৮ কেজি ৪৫ গ্রাম হেরোইন দেখতে পান। পরে পার্সেলে উল্লেখিত নাম ঠিকানা যাচাইবাছাই করে ভুয়া ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

Manual4 Ad Code

তিনি জানান,  ঠিকানার সঙ্গে লেখা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমনকে সনাক্ত করে। পরে জানা যায় তারা পাকিস্তান থেকে হেরোইন এনে যুক্তরাজ্যে পাচার করতেন।

এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ বৈদেশিক ডাক বিভাগের শুল্ক ইউনিটের সহযোগী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ (১) ধারায় দক্ষিণ সুরমা থানায় একটি নিয়মিত মামলা রজু করেন।

পরে পুলিশ পরিদর্শক (এসআই) জমশেদ আলম ২০১৫ সালের ২ নভেম্বর এই দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় ঘোষণা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..