ক্রাইম সিলেট ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সম্রাজ্ঞীখ্যাত সুলতানা আটক হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেব। সুলতানা গোদাগাড়ী পৌর এলাকার বুজরুকপাড়া গ্রামের ইসমাইল আলীর মেয়ে। গ্রেফতার করার সময় সুলতানার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদক ব্যবসায়ী সুলতানাকে গোদাগাড়ী মডেল থানায় সোর্পদ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন জানান, সুলতানা দীর্ঘদিন ধরে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাকে উদ্ধার করা হয়।
গোদাগাড়ী থানা পুলিশের তালিকাভূক্ত সুলতানা মাদক ব্যবসার দৌলতে কোটি টাকার সম্পদ ও বিলাসবহুল বাড়ি গড়ে তুলেছেন। সুলতানার মাদক কারবারের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতো না। সুলতানা আটকে স্বস্তি ফিরে এসেছে এলাকায়।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, মহিশালবাড়ীর ইয়াসমিন, রাবিয়া, মাদারপুরের রিনা, টুয়েরাসহ শতাধিক নারী মাদক চোরাকাবারের সঙ্গে জড়িত আছে। এসব নারী মাদক ব্যবসায়ীদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে সহকারী পরিচালক জানান।
Sharing is caring!