সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দেড় মাস শুটিংয়ের বাইরে থাকবেন এমন ঘোষণা আগেই দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার বাস্তবায়নও দেখা গেল। ঘোষণার পর থেকেই কোনো শুটিংয়ে দেখা যায়নি এ নায়িকাকে।
এরই মধ্যে আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। পরিচালক জানিয়েছিলেন রোজার মধ্যে ছবিটির শুটিং শুরু হবে। এ ছবিটিরও শুটিং করবেন না বলে জানিয়েছেন মাহি। রোজায় তার শুটিং করা লাগলে প্রয়োজনে ছবিটি ছেড়ে দেয়ার কথাও জানিয়েছেন।
এ অবসরে কী করছেন? এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘এখন পুরো সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছি। শুটিংয়ে তো সারা বছরই ব্যস্ত থাকি। পবিত্র এ মাসটা পরিবারের সঙ্গেই কাটাব বলেই কোনো শুটিং রাখিনি। সাধ্যমতো ইবাদত করার চেষ্টা করছি। এছাড়া ক’দিন পর থেকে ঈদের শপিং শুরু হবে। তখন আবার এ কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকতে হবে।’
তবে শুটিং না থাকলেও যে ছবিগুলোর ডাবিং বাকি ছিল সেগুলো শেষ করছেন বলে জানান মাহি। ঈদের পর থেকে টানা শুটিংয়ে সময় দেবেন এ নায়িকা। এদিকে তার অভিনীত ‘জান্নাত’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd