বিশ্বনাথ প্রতিনিধি :: বাসিয়া নদী এখন সিলেটের বিশ্বনাথ বাজারের ডাস্টবিনে পরিণত হয়েছে। দুর্গন্ধ, মশা, মাছির জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, দুর্গন্ধের কারণে বাসিয়া নদী ও ব্রীজের আশেপাশে যাওয়া যায় না। এখন আর নেই সেই আগের বাসিয়া নদী যে নদীতে নৌকা-ষ্টিমার চলতো মাঝি গান গাইতো, জেলে মাছ ধরতো, বাচ্চারা ঝাকে-ঝাকে নদীতে গোসল করতো।
এখন নদী তার যৌবন হারাচ্ছে এইসব ময়লা-আবর্জনা ফেলার কারণে। আমাদের সবার উচিত বাসিয়া নদী রক্ষায় এগিয়ে আসা, যাতে করে নদী তার পূর্ণরুপে ফিরে আসতে পারে সেই চেষ্টা করা।
প্রশাসনের কাছে জোর দাবি; বাসিয়া নদী নিজ রুপে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন তা যেন দায়িত্ব নিয়ে কাজ করেন।
Sharing is caring!