গোলাপগঞ্জে বিদ্যুতের দাবীতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮


Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে বিদ্যুতের দাবীতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরুদ্ধ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বইটিকর বাজারে রাস্তার মধ্যখানে টায়ার জ¦ালিয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী। এ সময় রাস্তার উভয় দিকে শত শত ছোট বড় যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাতায়াতরত যাত্রী সাধারণ। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তা অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।

Manual8 Ad Code

জানা যায়, তিন দিনের কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের পুল ও লাইন ছিড়ে যায়। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের লোকবল কম থাকায় দিনরাত কাজ করে লাইন মেরামত করার চেষ্টা করছেন। এক দিকে লাইন মেরামত করলেও অন্যদিকে ঝড়ে ধমকা হাওয়ায় লাইনের ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুনুর রশীদ জানান, ৩ দিনের ঘুর্ণিঝড়ে ১০টি খুঁটি ভেঙে গেছে। এছাড়া উপজেলা বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে। আমাদের অফিসের লোকজন তা মেরামতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..