সফল সাংবাদিক রনক হাসানের সাথে কিছুক্ষণ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮


Manual5 Ad Code

জাকির মনির এর স্ট্যাটাস থেকেঃ কপি খাওয়ার ফাঁকে প্রিয় ভাইয়ের মুগ্ধকর জন-প্রয়োজনীয় আলাপচারিতায় মধ্যমণিতে বহিঃপ্রকাশ হয় হৃদয়ে।প্রাণ ও প্রাচুর্যে ভরা মানুষটির প্রতি অতি অল্প সময়ে মধুর সেতুবন্ধনে আবদ্ব হয়েছি।

নিউজ ডেক্সের দৃর্শ্য কিছুক্ষণ অনুধাবন করে অবগত হলাম যে, সহকর্মী সহ সকলের প্রিয় মানুষটি বিপদে-আপদেও কাছে ছুটে যান নির্ভরতার প্রতীক হয়ে।

শৈশব থেকে লেখালেখির প্রতি টান ছিলো উনার, সময়ের ব্যবদানে আজ তিনি পেশাগত জীবনে একজন সফল ব্যাক্তিত্ব।

সাংবাদিকতার বাইরে চিরাচরিত আবেগ অনুভূতি ও ভালোবাসা’র আপন ঠিকানা মৌচাকের সেই মুক্তমনা পরিবেশের কপি হাউজ।

যান্ত্রিক নগরীতে পেশাগত কাজের অন্তরালে নিজেকে সমাজে অন্যভাবে উপস্থাপন করেছেন আন্তরিকতা ও ভালোবাসার দিয়ে।

কিশোরগঞ্জের ভূমি’তে জন্মগ্রহণ করলেও পরিবারের কর্মময় জীবনের প্রয়োজনে তাগিদে রাজধানী চিরচেনা পুরাতন ঢাকার বংশালে বসতিস্থাপন করেন বহু আগে।ব্যাস্ত শহরে’ই শিক্ষা জীবন সমাপ্ত করে কর্মজীবনের সূচনা হয় উনার।

Manual1 Ad Code

মেধা ও মননে কর্মস্থলে অল্প দিনে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।পাশাপাশি জন-প্রয়োজনীয় বিষয়ে সফলতার সাথে কাজ করে মানুষের ভালবাসায় আবদ্ব হয়েছেন তিনি।

Manual8 Ad Code

ইতিহাস, নিদর্শন, সামাজিক-সাংস্কৃতিক, প্রাকৃতিক, ঐতিহ্য, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী বিষয়ে উদ্ধুদ্ধকরণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন গনমাধ্যমে প্রচার করে ব্যাপক সুনাম অর্জন করেছেন মিডিয়া অঙ্গনে।

Manual5 Ad Code

এতোক্ষন বলছিলাম সেই প্রিয় সহ-যোদ্বা ও প্রাণ-প্রিয় ভাই রনক হাসান এর কথা। বিশ্বজুড়ে জনপ্রিয় “বাংলা টিভি”র Senior Reporter এর দায়িত্বে আছেন News & Current Affairs বিভাগে।

পরিশেষে হৃদয়ের মনিকোটা থেকে দোয়া করি আমাদের এই সু-সম্পর্কের স্থায়িত্বকাল আমৃত্য সহ আপনার সুন্দর এবং দীর্ঘ-জীবন কামনা করি, আমিন।

Manual8 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..