সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
ডেস্ক নিউজ :: জৈন্তাপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ব্যবসায়ী মো. মানিক মিয়া। বুধবার (২৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেচট্টি গ্রামে। এসময় ছিনতাইকারী তাকে বেধরক মারধর করে এবং তার সাথে থাকা প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। তাদের সাহায্যার্থে মো. মানিক মিয়াকে তাৎক্ষণিকভাবে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আহত মানিক মিয়া পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে একই ইউনিয়নের ঘাটেচট্টি গ্রামের মুখতার মিয়ার ছেলে সমসু মিয়া, শিরাই মিয়া, কালা মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন তার উপর হামলে পড়ে। তাকে বেধরক মারধর করে তার সাথে থাকা প্রায় দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় মো. মানিক মিয়া গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ওসমানি মেডিকেলের ৪তলা ৫নং ওয়ার্ডের ইউনিট ২-এ চিকিৎসাধীন।
এ ব্যাপারে জৈন্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd