সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে একসঙ্গে একই রশিতে আত্মহত্যা করেছেন দুলাভাই ও শ্যালিকা। বুধবার সকালে ওই গ্রামের পীরতলা মাঠের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেডএম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৫) এবং মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৬)। তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। ১০ দিন আগে তারা পালিয়েও যান বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘোড়াশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd