সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
সেদিনই চক্রের সদস্য আসামি যৌনপল্লীর সর্দারনী জোহরা খাতুনসহ অপরাপর আসামি মিলে শহরের গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় এলাকায় বিক্রয়ের লক্ষে টাকা লেনদেন করে । ডিবি পুলিশ ঘটনা আঁচ করতে পেরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে । এক পর্যায়ে চক্রের সংশ্লিষ্টদের আটক করতে সক্ষম হয় ।পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয় । গ্রেপ্তারকৃতরা হলো- খলিল মিয়া (৩৫) সাং- গোয়াতলা, শিবচর , মাদারিপুর , বশির মিয়া (৪৩) সাং – চন্দ্রপুর, ভোলা, তারা মিয়া (২৮) পিতা, আজগর আলী , সাং রামকৃষ্ণপুর, থানা হরিরামপুর , জেলা , মানিকগঞ্জ , আসলাম (৫২), পিতা নাসির উদ্দিন,আরকে মিশন রোড, ময়মনসিংহ এবং তার স্ত্রী জোহরা খাতুন (৪৫) ।
ময়মনসিংহ শহরের রমেশ সেন রোডস্থ যৌনপল্লীতে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে পাচারের সময় ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান, সেকেন্ড অফিসার ফারুক আহমেদ, উপ পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, এএসআই ওমর ফরুক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অপহরণ ও মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে ।
ডিবির এসআই নাজিম উদ্দিন জানান, আটক আসামিরা স্বীকার করে বলেছে যে, তারা মেয়েটিকে ৮০ হাজার টাকায় বিক্রয় করে ছিল । এজন্য তারা যৌনপল্লীর সর্দানী জোহরা দম্পতিকে দায়ি করেন ।
ডিবির ওসি আশিকুর রহমান জানান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় । অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আশিকুর রহমান ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd