সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮
সিলেট :: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন ২৮ বাংলাদেশিসহ ৫১ জন। তাঁদের মধ্যে নেপালি ১১ নাগরিক বাংলাদেশের সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ছুটে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সেখানে তিনি ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে নিহত শিক্ষার্থীদের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে পুস্পস্থবক অর্পণ করেন এবং নিহতদের শান্তির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গন-যোগাযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ফয়সল, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারসহ কয়েক শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd