সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮
শাবি সংবাদদাতা :: ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে। বুধবার সকালেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল হাজারও কন্ঠে জাতীয় সংগীত ও আইসিটি পরিবারের উদ্যোগে নিন্দা জ্ঞাপন।
বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বুধবার (০৭ মার্চ) সকালে হাজারও শিক্ষার্থীর কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় সাংস্কৃতিক সংগঠক, বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা জাতীয় সংগীত গেয়ে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানান।
এছাড়াও আইসিটি পরিবারের উদ্যোগে সকালেই নিন্দা জ্ঞাপন কর্মসূচি পালন করা হয়েছে।
গত শনিবার (০৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd