সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জকিগঞ্জে স্কুল ছাত্র পেটানোর অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। রোববার তিনি জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমিন তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবি এডভোকেট কাওসার রশীদ বাহার। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার এক প্রতিক্রিয়ায় বলেন, তিনি শিশুটিকে কোন ধরণের প্রহার করেননি। এই মামলা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার সরকারী গাড়ী নিয়ে পৌর এলাকার হাইদ্রাবন্দ গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জহিরুল ইসলাম মুন্নাকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় স্কুল ছাত্রের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে আসামী করে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। গত বৃহস্পতিবার পুলিশ ঐ মামলাটি রেকর্ড করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd