সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ফাহাদ হোসাহন, গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে পুলিশ পুত্র, শিশু ও মহিলা সহ অন্তত ২০জন আহত হয়েছেন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দাড়িপাতন সহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দাড়িপাতন, চৌঘরী, ও চন্দনভাগ এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হন উপজেলার উপজেলার সরকারী কোয়াটারে বসবাসকারী রওশন আলীর পুত্র মসলেহ উদ্দিন সরকার (৬০), রণকেলী (দক্ষিণভাগ) গ্রামের আফিয়া বেগম (৪০), গীতশ্রী গোস্তামী (৫), গোয়াসপুর গ্রামের জুবের আহমদের পুত্র শাব্বির আহমদ (৫), পূর্ব চন্দনভাগ গ্রামের জহুর উদ্দিনের পুত্র রামেশ আহমদ (১৮), একই গ্রামের ছবির আলীর মেয়ে শিল্পী বেগম (২০), রণকেলী উত্তর গ্রামের মনির আলীর পুত্র টিপু আহমদ (১১), রণকেলী উত্তর গ্রামের ওসমান আলীর স্ত্রী জ্যো¯œা বেগম (২৫), কুতুব উদ্দিন (৫০), দাড়িপাতন গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আব্দুল করিম, একই গ্রামের আব্দুল করিমের কন্যা মোছাম্মত রিমু বেগম (৩), চৌঘরী রায়গড় গ্রামের নুর উদ্দিনের পুত্র আশিক আহমদ (৩২), একই গ্রামের গোলাম মর্তুজার পুত্র তানিম আহমদ (১৫), মানিক আলীর পুত্র মাছিমা আহমদ ও রণকেলী দক্ষিণ গ্রামের আব্দুল কাদিরের কন্যা শিউলী বেগম (১০) আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় মাছিমা বেগম, জ্যো¯œা বেগম ও কুতুব উদ্দিনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিতসা দেয়া হচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার সুম্মিতা রায় সোমবার সন্ধ্যায় জানান, কুকুরের কামড়ে হাসপাতালে আগত আহত রোগীদের চিকিতসা দেয়া হচ্ছে। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, আমরা বেওয়ারিশ কুকুরগুলো কিভাবে নিধন করবো তা ভাবছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd