পুলিশী বাধার মুখে টাঙ্গাইল জেলা বিএনপি’র জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারক লিপি প্রদান

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্দোগ্যে পুলিশী বাধার মুখে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারক লিপি প্রদান করা হয়।
উক্ত কর্মসুচিতে অংশ গ্রহন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি সাইদুল হক সাদু,জেলা বিএনপি’র সাংগনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী সহ জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলাদল, সেচ্ছাসেবক দল,তাতিদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল,শহর বিএনপি,থানা বিএনপি সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মি সমবেত হলেও পুলিশের বাধার মুখে হাতে গুনা কয়েকজন নেতাকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।তার পুর্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সেখানে বক্তরা বলেন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে শেখ হাসিনা আপনার খালি মাঠে গোলদেওয়ার দিবা স্বপ্ন এদেশের জনগণ বাস্তবায়ন হতে দিবেনা সেদিন বেশী দুরে নয় যেদিন আপনার পতন নিশ্চিত হচ্ছে।মানুষের ভোট ও ভাতের অধীকার ফিরিয়ে আনার জন্য বরিশাল থেকে ৮ ফেব্রুয়ারি আপনাকে জনগণ হুলুদ কার্ড দেখিয়েছে।সেখানে আপনি নৌকায় সমর্থন চেয়ে হাত তুলতে বলেছিলেন জনগণ হাততুলেনি বরং বিরক্তি প্রকাশ করেছে। সেখানেই বুঝতে পেরেছেন জনগণ আপনাকে প্রত্যাক্ষান করেছে। আর সে কারনেই বেগম খালেদা জিয়াকে দেওয়া ভুয়া মামলার সার্টিফাইড কপি দিতে বিলম্ব করাচ্ছেন। লাভ হবেনা আপোষহীন নেত্রীকে তার দল এবং এদেশের মুক্তিকামী জনতা মুক্ত করে আনবেই এবং ধানেরশীষে ভোটদিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ্।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..