সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
Sharing is caring!
সিলেট :: গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা ক্বীন ব্রীজ সংলগ্ন সুইপার কলোনীর পার্শ্বে সফিক মিয়ার কলোনীর ভাড়াটিয়া তাহের মিয়ার ঘরে অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিএম হামিদুর রহমান ও এসআই মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা ২৬নং ওয়ার্ডের মঞ্জু মিয়ার কলোনীর মৃত রবি পালের ছেলে রনজিত পাল (৩০) এবং টুকেরবাজার কালিরগাও গ্রামের মৃত আমির আলীর ছেলে মো. নূর ইসলাম (৪৫)।
আটক মাদক ব্যবসায়িদেরকে আসামী করে এসআই মোহাম্মদ জানু মিয়া দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং ০১ তারিখ ০৪/০২/২০১৮ইং ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) ৭-ক নিয়মিত মামলা রুজু হয়। আটক ব্যক্তিকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।
………………………..
Design and developed by best-bd