সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮
তামিম আহমেদ(পাবেল),গোয়াইঘাট : ওমান প্রবাসী ও গোয়াইনঘাট উপজেলার আলীরগামের বাসিন্দা জনাব রিয়াজ উদ্দিন আজ থেকে প্রায় পাঁচ দিন পূর্বে দেশে যাওয়ার জন্য মার্কেটিং করতে যাচ্ছিলেন। পতিমধ্যেই রাস্তা একটি কারের পিষ্ট হন রিয়াজ উদ্দিন ও নজরুল ইসলাম তারা চাচাতো দুই ভাই। সাথে সাথে তাদের কে ওমান মাস্কট সোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আশংকজনক অবস্থায় তাদেরকে ইমারজেনসি থেকে আইসিইউ তে ভর্তি করা হয়। দীর্ঘ চার দিন মৃত্যুর সাথে পান্জা লড়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন নজরুল ইসলাম। থাকে মেডিক্যাল এর অন্য একটি ওয়ার্ডে স্হানান্তর করা হয়। পাশাপাশি আইসিইউ তে চিকিৎসাধীন রিয়াজ উদ্দিন (পিতা মন্তাজ আলী সাঃ আলীরগাম পশ্চিম জাফলং ইউনিয়ন।) আজ ১২:০০ ঘঠিকার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্নাইলাইহিরাজিউন।
জানা গেছে, গত চার/পাঁচদিন পূর্বে ছুটিতে দেশে আসার জন্য কিছু কেনা-কাটা করতে মার্কেটের উদ্দেশ্যে বের হন তারা দু’জন। পতিমধ্যেই রাস্তায় একটি প্রাইভেট কারের ধাক্কায় দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ওমান মাস্কট সোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ চার দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন নজরুল ইসলাম। তাকে হাসপাতালের অন্য একটি ওয়ার্ডে হস্তান্তর করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে তার মৃত্যুর খবরে স্বাজনদের আহাজারিতে আকাশ-বাতাশ ভারী হয়ে উঠেছে।গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd