বিশ্বনাথ বিএনপির ৬২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে সাজা, আটজন খালাস

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৭

বিশ্বনাথ বিএনপির ৬২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে সাজা, আটজন খালাস

স্টাফ রিপোর্টার :: ২০১২ সালে বিএনপি নেতা এম.ইলিয়াছ আলী নিখোঁজকে কেন্দ্র করে সারা দেশব্যাপী বিএনপি ও জামায়াত কর্তৃক সিলেটের বিশ^নাথে নাশকতা মামলায় একজনকে যাবজ্জীবন, সতেরো জনকে দশবছরের কারাদন্ডসহ বাষট্টি জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং আটজনকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জনাকীর্ণ বিচার কক্ষে জেলা ও দায়রা জজ আদালত, সিলেট এ রায় ঘোষণা করেন। আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রিয় সম্পদ বিনষ্ট, জনগনণের জানমাল নিরাপত্তা বিঘিœত অপরাধ এবং নর হত্যার অভিযোগ আনা হয়েছিলো রাষ্ট্রপক্ষ থেকে। এ অভিযোগগুলো সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয় রায়ে। রাষ্ট্রপক্ষ ১৯জন সাক্ষির মধ্যে আটজন সাক্ষীর বক্তব্য উপস্থাপন করেছে। প্রত্যেকটি সাক্ষীর বক্তব্য অসত্য প্রমাণ করতে ব্যর্থ আসামীপক্ষ।
আলোচিত এবং ঘটনাবহুল এ মামলার রায় ঘোষণা উপলক্ষ্যে আদালতের চতুর্দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। রায় ঘোষণার সমতয় শত শত ভারী অস্ত্রধারী পুলিশ, সোয়াত বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। রায় ঘোষণা উপলক্ষ্যে সকাল থেকে বিপুলসংখ্যক মিডিয়াকর্মী এবং অন্যান্য লোকজন ভিড় করেন আদালত চত্তরে। ১১টা ১০ মিনিটের সময় জেলা ও দায়রা জজ জনাব মোঃ বজলুর রহমান এজলাসে প্রবেশ করেন।
ঘোষিত রায়ে কামরান মিয়া, পিতা-মৃত ছৈয়দ উল্যা, সাং অলংকারী, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেটকে দোষী সাব্যস্থ করিয়া যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লক্ষ টাকা এবং মো: নজরুল ইসলাম, পিতা-মৃত মোঃ আজবর আলী, সাং রামধানা, মামুন মিয়া, পিতা-মৃত হাজী আলতাব, সাং তেলিকোনা, কাওসার আহমদ, পিতা-মৃত হাজী করিম মিয়া, সাং ভুরকী, মনির আহমদ, পিতা-মৃত তফজ্জুল আলী, সাং জাগিরআলা, শাওন আহমদ, পিতা-তবারক মিয়া, সাং তবলপুর, আলম খান, পিতা-হাজী তোরাব আলী, সাং বেতসান্দি, মুবিহুর রহমান, পিতা-মৃত আব্দুর রহমান, সাং রহিমপুর, আঙ্গুর আলী, পিতা-সৈয়দ আলী, সাং বেতসান্দি, লুৎফুর রহমান, পিতা-মৃত ইছবর আলী, সাং বেতসান্দি, মো: সামাদ মিয়া, পিতা-আকরিছ আলী, সাং বন্ধুয়া, জালাল উদ্দিন, পিতা-আব্দুল করিম, সাং বন্ধুয়া, আবুল কালাম, পিতা-বোরহান উদ্দীন, সাং মির্জারগাও, সিরাজ মিয়া, পিতা-মৃত সাজিদ আলী, সাং আতপুর, কামাল মিয়া, পিতা-তহুর আলী, সাং জানইয়া, মনির উদ্দিন, পিতা-সুরুজ আলী, সাং চানশিরকাপন, মছব্বির, পিতা-সজ্জাত, সাং টেংরা, মালিক ময়দার, পিতা-ওয়াব মিয়া, সাং রাউতেরগাও, সর্বথানা-বিশ্বনাথ, জেলা: সিলেটকে দশ বছরে করে সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো অতিরিক্ত ০৬ মাসের কারাদ- প্রদান করেন।
অপর আসামী হাসিব, পিতা-মসন্তরস আলী, সাং ছোট দিঘলী সুলেমাননগর, বাবুল মিয়া, পিতা-হাবিবুর রহমান, সাং ভুরকী, মাসুক মিয়ার মখলিছ আলী, সাং মান্দাবাজ, কালা মিয়া, পিতা-এরশাদ আলী, সাং মুন্সিরগাঁও, ফিরোজ মিয়া, পিতা-হুসেন, সাং হরিপুর, সিরাজ উদ্দীন, পিতা-গউর মিয়া, সাং নোয়াগাও, নুরুজ আলী, পিতা-ওয়াজিদ আলী, সাং মুন্সিরগাও, নুর মিয়া, পিতা-ওয়াসন আলীম, সাং মঙ্গলগিরি, ইদ্রিস আলী, পিতা-মজর আলী, সাং মুন্সিরগাও, ঝুনু মিয়া, পিতা-মৃত ধন মিয়া, সাংরামপাশা, জানু মিয়া, পিতা-ধন মিয়া, সাং রামপাশা, নুর উদ্দিন, পিতা-মৃত সাজ্জাদ মিয়া, সাং জানাইয়া, সামছুল ইসলাম, পিতা-চৈফুল্লা, সাং নরসিংপুর, আব্দুল মালেক, পিতা-নুর উদ্দিন, সাং রামপাশা, শামিমুর রহমান রাসেল, পিতা-মৃত আব্দুল আজিজ, সাং শিমুতলা, তকরিদ মিয়া চৌধুরী, পিতা-মৃত নুর মিয়া চৌধুরী, সাং টেংরা, আব্দুল কাদির, পিতা-আলতাব আলী, সাং জানাইয়া নোয়াগাও, সোহেল, পিতা-মৃত আখলু মিয়া, সাং কারিকোনা, সোলেমান খান, পিতা-আফরোজ খানা, সাং শ্রীধরপুর, কাউসার খান, পিতা-মুসলিম খান, সাং গড়গাঁও, শেখ ফরিদ, পিতা-মৃত আব্দুর রহিম, সাং রাজনগর, ফারুক আহমদ, পিতা-মছদ্দর আলী, সাং মীরেরগাঁও, কিনু মিয়া, পিতা-তজমুল আলী, সাং খাজাঞ্চি রামপুর, ফয়জুর রহমান, পিতা-ম”ত চান্দ আলী, সাং ছনখাড়ীগাও, ফজলু মিয়া, পিতা-তছিল মিয়া, বাবুল মিয়া, পিতা-মন্তাজ আলীম সাং মনোকোপা, চেরাগ আলী, পিতা-আব্দুল জব্বার, সাং আলমনগর, দিলোয়ার হোসেন, পিতা-আক্রম আলী, সাং মনোকোপা, আমির আলী, পিতা-ছৈদ আলী, সাং বেতসান্দি, আব্দুল হামিদ, পিতা-মৃত করিম আলী, সাং শ্রীধরপুর, আব্দুল মুমিন, পিতা-আব্দুর রব, সাং কাউপুর, সর্বথানা: বিশ্বনাথ, জেলা: সিলেটকে দোষী সাব্যস্থ করিয়া সাত বছরে করে সশ্রম কারাদন্ড এবং পয়ত্রিশ হাজার টাকা) জরিমানা অনাদায়ে আরো অতিরিক্ত ৩ মাসের কারাদ- প্রদান করেন।
আসামী নজির আলী, পিতা-মৃত আনফর আলী, সাং শ্রীধরপু, জাহান, পিতা-বাতির আলী, সাং শ্রীধরপুর, মুসলিম, পিতা-মৃত রহিম উল্লা, সাং জানাইয়া, ছোয়াদ, পিতা-মৃত ইসহাক আলী, সাং জানাইয়া, ইউনুছ আলী, পিতা-ইরফান আলী, ইরন মিয়া, পিতা-মানিক মিয়া, সাং জানাইয়া, আকবর আলী, পিতা-মৃত হারিছ আলী, ইসবর আলী, পিতা-মৃত হারিছ আলী, সোহেল মিয়া, পিতা-মো: আব্বাছ আলী, জুয়েল মিয়া, পিতা-মো: আকরাম আলী, সর্বসাং জানাইয়া, রমজান আলী, পিতা-মৃত মোবারক আলী সাং-দুর্যাকাপন, আব্দুল করিম @ কবির, পিতা-মৃত আ: হাশেম, সাং অলংকারী, মো: খসরু, পিতা-মৃত আবির মিয়া সাং লমাউল থানা ও জেলা হবিগঞ্জ বর্তমানে সাং লিলু মিয়া চেয়ারম্যানের বাড়ী অলংকারী, মইন উদ্দীন, পিতা খলিল উল্লা সাং তেলিকোনা, শফিক উদ্দিন, পিতা-মৃত আছদ্দর আলী সাং তেলিকোনা, সর্বথানা: বিশ^নাথ, জেলা: সিলেটকে দোষী সাব্যস্থ করিয়া চার বছরে করে সশ্রম কারাদন্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো অতিরিক্ত ২ মাসের কারাদ- প্রদান করেন।
মো: বাবুল মিয়া, পিতা-মো: আলা উদ্দিন সাং ভোগশাইল, আলতাব, পিতা-তোফায়েল হোসেন দুদু মিয়া, আলতাব, পিতা-তোফায়েল হোসেন সাং ভোগশাইল, মাহমুদ হোসেন, পিতা তোফায়েল হোসেন দুদু মিয়া, জসিম উদ্দীন, পিতা-আলা উদ্দীন সাং ভোগশাইল, মোশাহিদ আলী, পিতা-মৃত মো: সিদ্দিক আলী সাং নতুন বাজার, আবুল কালাম কছির, পিতা-মৃত হাজী ইলিম উল্লাহ সাং বাওনপুর, মো: রইছ আলী, পিতা-মৃত হাজী মদরিছ আলী সাং রাজনগর, সর্বথানা-বিশ্বনাথ, জেলা-সিলেট। তাদের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে প্রত্যেককে উক্ত মামলার দায় হইতে অব্যাহতি প্রদান করেন। দীর্ঘ শুনানী শেষে মহামান্য বিজ্ঞ আদালত-এ রায় ঘোষণা করেন।
আসামীদেরকে বিশ্বনাথ থানার মামলা (নং ১৬/১২৫ তারিখ-১৮/০৪/২০১২)-এর পরিপ্রেক্ষিে এ সাজা প্রদান করেন আদালত।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, আমরা এ রায় প্রত্যাখান করছি। আওয়ামীলীগ ক্ষমতারোহণের পর থেকে শাসক দল প্রতিহিংসা, দুর্নীতি ও দুঃশাসনকে তাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করেছে। আজ সারাদেশে শাসকগোষ্টির আচরণ দেখে মনে হয়, তারা হত্যাকে আতশবাজীর খেলা হিসেবে গণ্য করেছে। যে ঘটনার জন্য আজ বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে সে ঘটনাটি আওয়ামী পুলিশই সংঘটন করছে। তারা আরো বলেন, অতীতের স্বৈরাচারী সরকাররা ক্ষমতার আসন পাকপোক্ত করতে মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি এবং হত্যা করেছে, কিন্তু তাদের চূড়ান্ত পরিণতি হয়েছিলো মর্মান্তিক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..