সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে ডাক্তারপাড়া নামে খ্যাত রিকাবীবাজারের স্টেডিয়াম মার্কেট। দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সিন্ডিকেট করে এ মার্কেট নিয়ন্ত্রন করছে। সিন্ডিকেটটি ভাংতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় লোকদেখানো পদক্ষেপ নেওয়া হলেও বন্ধ হয়নি দালাল সিন্ডিকেটের অপতৎপরতা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সরেজমিন স্টেডিয়াম মার্কেটে অনুসন্ধানে গেলে চোখে ভেসে ওঠে দালাল চক্রের আনাগুনা।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর স্টেডিয়াম মার্কেটে একাধিক সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেট গ্রাম-গ্রামান্তর থেকে আসা সহজ-সরল নিরীহ রোগিদের কাছ থেকে রকমফের প্রতারণার মাধ্যমে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ বিভাগের এক শ্রেণীর অসাধু লোক দীর্ঘদিন থেকে ওই সিন্ডিকেট থেকে ভাগ পেয়ে থাকে বলে অভিযোগে প্রকাশ। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে যাদেরকে গ্রেফতার করে তারা চুনোপুঁটি ছাড়া আর কিছু নয়। সিন্ডিকেডের মূলহোতা গ্রেফতার হয়নি।সংঘবদ্ধ এ দালাল সিন্ডিকেট -এর বিরুদ্ধে সিলেট সিভিল সার্জনের কড়া নির্দেশ থাকা সত্তেও তা অনেক ক্ষেত্রে কার্যকর হচ্ছে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd