সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৭
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল অস্ত্রেরমুখে যাত্রীদের সাথে থাকা মানিব্যাগ, মোবাইল ও প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের আনোয়ার হোসেন জানান, সিলেট থেকে সিএনজি অটোরিকশা নিয়ে কোম্পানীগঞ্জ ফেরার পথে কাটাখাল ব্রিজের দক্ষিণ পাশে সশস্ত্র ডাকাত দল গাড়ির গতিরোধ করে লুটপাট চালায়। ডাকাতরা এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা, একটি মোবাইল সেট এবং একটি বেড নিয়ে যায়।
গাড়ির চালক মোঃ জালাল জানান, ডাকাত দল তার মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ২৭০০ টাকা ছিনিয়ে নেয়।
এদিকে, একই সময়ে ওই গাড়ির পেছনের আরেকটি যাত্রীবাহী গাড়িতে হানা দেয় ডাকাত দল। একইভাবে ওই গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd