সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
মৌলভীবাজার সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লিখাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা চালিয়ে লক্ষাধিক টাকা লুটপাট ও ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় দলিল লেখকসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে ঘটনাস্থল থেকে একটি নোহা মাইক্রো (চট্ট মেট্রো ১১-৩২২৫) এর চালকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- ফয়সল আহমেদ (২৫), রাসেল আহমদ (৩৫), আফজল আহমদ (৩৮) ও সুমন আহমদ (৩২)। অন্যান্যদের নাম জানা যায়নি।
আটককৃতরা হলো- সদর উপজেলার শেরপুর এলাকার মছদ্দর মিয়ার ছেলে রাজু মিয়া ও রাজনগর উপজেলার ব্রাম্ন গাওঁ গ্রামের রশিদ মিয়ার ছেলে লোকমান মিয়া।
দলীল লেখক সমিতির জেলা সভাপতি মছব্বির আলী জানান, সদর উপজেলার কনকপুর ইউনিয়নের সাবেক মেম্বার আক্কাছ আলীর সাথে দলিল লেখক রাসেল আহমদের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি আমরা মিমাংসা করে দেই। এর মধ্যে আক্কাছ তার ছেলে রুবেল আহমদ কে ফোন করে সন্ত্রাসী দলবল নিয়ে এসে অস্ত্রসহ অতংর্কিত হামলা চালিয়ে লক্ষাধীক টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
থানার এস.আই সেলিম আটকের সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে আশপাশ থেকে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd