সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পৃথক ৩টি অভিযান চালিয়ে বিপুল পরিমান কয়লা ও ভারতীয় মদ উদ্ধার করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিরি)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে জেলার বনগাঁও বিওপির নায়েব সুবেদার মো: আব্দুল বারিক মোল্লা এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে কান্দিরগাঁও নামক স্থানে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। যার মূল্য ৩৩ হাজার টাকা।
এদিকে একই সময়ে চিনাকান্দি বিওপির হাবিলদার মো: মোনায়েম খাঁন এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় এমসি ডুয়েল মদ এবং ১৩ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। যার মূল্য ২৮ হাজার ৫ শত টাকা।
অন্যদিকে বালিয়াঘাটা বিওপির নায়েব সুবেদার মো: কেরামত আলী এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট নামক স্থান হতে ১ হাজার ৭শ ২০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৩শ ৬০ টাকা। তবে কয়লা ও মদ উদ্ধার করতে পারলেও জড়িত চোরাকারবারীদের আটক করতে পারেনি বিজিবি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে: কর্ণেল মো: নাসির উদ্দিন আহমদ পিএসসি উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd