ছাতকে পিয়াস ও নুরুজ্জামান হত্যার ঘটনায় অজন চৌধুরী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭

ছাতকে পিয়াস ও নুরুজ্জামান হত্যার ঘটনায় অজন চৌধুরী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে পূর্ব শুক্রতার জের ধরে পরিকল্পিত ভাবে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের সোবহান মিয়ার ছেলে সিএনজি চালক নুরুজ্জামানকে হত্যা।৬ আগস্ট ২০১৭ ইং তারিখে এ হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় একই এলাকার মৃত সুধীর চৌধুরী ছেলে অজন চৌধুরীসহ আসামি করে থানায় মামলা দায়ের করেন নুরুজ্জামানের পিতা সোবহান মিয়া।

জানা গেছে,  ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের অজন চৌধুরী ও তার মামা প্রণব চৌধুরীর সাথে জায়গা ও সংখ্যালুগু বিষয়ক বিবাদ চলে আসছে। এই বিবাদে একই গ্রামের সোবহান মিয়া ও তার ছেলে নুরুজ্জামান জড়িত ছিলো। এরই পরিপেক্ষিতে প্রতিশোধ নিতে প্রণব চৌধুরীর ছেলে প্রণয় চৌধুরী পিয়াস ও তার ফুফুতো ভাই অজন চৌধুরীকে সু-কৌশলে নুরুজ্জামান মোবাইল ফোনে ডেকে নিয়ে একটি রিজার্ভ ট্রিপের কথা বলে। পরে নুরুজ্জামানের কথামতো রিজার্ভ ট্রিপ নিয়ে জিয়াপুর যাওয়া মাত্রই সেখানে প্রণয় চৌধুরী পিয়াস ও তার ফুফুতো ভাই অজন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে নুরুজ্জামানের সন্ত্রাসীদের সাথে পিয়াস ও অজন চৌধুরীর হাতাহাতি শুরু হয়।এক পর্যায়ে নুরুজ্জামান ঘটনাস্থলেই মারা যায়। এরপর নুরুজ্জামানের সন্ত্রাসীরা পিয়াসকে হত্যা করে হাওরের পানিতে ফেলে দেয়। অজন চৌধুরী প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Manual7 Ad Code

ছাতক থানার উপ-পরিদর্শক শাহীন আলম জানান, ৬ আগস্ট অটোরিকশা চালক প্রণয় চৌধুরী পিয়াস সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন। চালক প্রণয় চৌধুরী উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রণব চৌধুরী কুটুর ছেলে। ঘটনার ৪ দিন পর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়আইল নামক স্থানে পানিতে ভাসমান অবস্থায় প্রণয় চৌধুরী পিয়াসের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে নুরুজ্জামানের পিতা অজন চৌধুরীকে প্রধান আসামী ছাতক থানা চার জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2017
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..