“গোয়াইনঘাট ছাত্র পরিষদ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

“গোয়াইনঘাট ছাত্র পরিষদ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Manual3 Ad Code

নিজস্ব সংবাদদাতাঃঃসমৃদ্ধ গোয়াইনঘাট গড়ার লক্ষ্যে সুশিক্ষার আলো ছড়িয়ে পড়ক সর্বত্র, এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলায় এবারের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করেছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ।

Manual2 Ad Code

শনিবার দুপুরে প্রাকৃতিক সৌন্দোর্যের অপরুপ লীলা ভুমি রাতারগুল সোয়াম ফরেস্ট এর তীরে অবস্থিত রাতারগুল হলিডে হোম রির্সোট সেন্টারে ঝাঁক ঝমক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

গোয়াইনঘাট ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন বাহারেরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মুসলেহ উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পারিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ বলেন
শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধে জাগ্রত হতে হবে। জীবনকে সফল ও সার্থক করার জন্য জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের আচরণ এমন হতে হবে যা অন্যকে অনুপ্রানিত করে আত্মাকে স্পর্শ করে। দেশ প্রেম উজ্জীবিত হয়ে বাংলাদেশকে জানতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে, আর্দশবান মানুষ হতে হলে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন মানবিকমূলবোধ থাকতে হবে। তিনি আরও বলেন, মোবাইলে মনোযোগ বেশি না দিয়ে বই পড়ার দিকে মনোযোগি হতে হবে।প্রত্যেকের নির্দিষ্ট লক্ষকে সামনে রেখে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্যেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারওয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর চেয়ারম্যান এডঃ জামাল উদ্দিন, সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান, রুস্তুমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমেদ শেরগুল, ফতেহপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমেদ, মাস্টার ফরিদ উদ্দিন, বিয়ানিবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সিরাজ উদ্দিন, রুস্তুমপুর কলেজের প্রভাষক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাবুদ্দিন, আহমেদুল কিবরিয়া বকুল, ফয়জুল হক প্রমূখ। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মামুনুর রশীদ ও গীতা পাঠ করেন রঞ্জন বিশ্বাস। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ।

ছাত্র পরিষদ এর সকল নেতৃবৃন্দ এবং কৃতী শিক্ষার্থী ও তাদের অভিবাদকদের উপস্থিতিতে অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর পক্ষ থেকে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..