তাহিরপুরে চুরির অপবাদে শিশু ও যুবকেকে হাত-পা বেঁধে নির্যাতন: মুহিদ সহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

তাহিরপুরে চুরির অপবাদে শিশু ও যুবকেকে হাত-পা বেঁধে নির্যাতন: মুহিদ সহ গ্রেফতার ৩

Manual5 Ad Code

নিজস্ব ডেস্ক: “ক্রাইম সিলেট ডটকম” এ ভিডিও প্রকাশের পর সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন এলাকায় গ্যাসের সিলিন্ডার চুরির অপবাদে ১২ বছরের এক শিশু ও ২১ বছরের এক যুবককে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মূলহোতা মুহিদ চৌধুরী সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual6 Ad Code

 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- তাহিরপুর থানাধীন পাঠানপাড়া খেয়াঘাট এলাকার- মৃত হাবিবুর রহমানের পুত্র মূলহোতা মুহিদ চৌধুরী, ইদু মিয়ার পুত্র ইয়াছিন মিয়া ও লায়েছ মিয়ার পুত্র তারা মিয়া।

Manual1 Ad Code

 

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual1 Ad Code

এই ঘটনায় অদ্য শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তাহিরপুর থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার শিশু ও যুবকের পরিবার, যাহার থানার মামলা নং- ১৭।

 

এর আগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিন-দুপুরে খেয়াঘাট এলাকায় ৫নং বাদাঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্বপন মেম্বারের উপস্থিতিতে মূলহোতা মুহিদ, ইয়াছিন ও তারা সহ অজ্ঞাতনামা আসামিগণ গ্যাসের সিলিন্ডার চুরির অপবাদে ওই শিশু ও যুবকে ধরে এনে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্যাতন চালায়।

 

তবে এ ঘটনায় এখনও পলাতক রয়েছে ৫নং বাদাঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার স্বপন।

 

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত অনুমান সাড়ে ১১ টার দিকে একটি বিশ্বস্ত সুত্রে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ এসে পৌঁছায় “ক্রাইম সিলেট ডটকম” কর্তৃপক্ষের নিকট। তাৎক্ষণিক ভিডিওটি “ক্রাইম সিলেট ডটকম” এ প্রকাশ করেন কর্তৃপক্ষ এবং উক্ত প্রকাশিত ভিডিও ক্লিপ টা সামাজিক যোগাযোগমাধ্যমে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ এহসান শাহ্ ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের নিকট প্রেরণ করে উনাদের নিকট এ ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেন “ক্রাইম সিলেট ডটকম” কর্তৃপক্ষ। এমন তথ্যসুত্রে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ এহসান শাহ্ এর নির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সাড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত মুহিদ সহ ৩ জনকে গ্রেফতার করে।

 

Manual6 Ad Code

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান- এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূল হোতা মুহিদসহ ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলার অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পরিশেষে ধন্যবাদ জানাই আপনাকে বিষয়টি আমাদের অবগত করে অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করার জন্য।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..