সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: মনোনয়ন দাখিলের পর পরই শুরু হয়ে গেছে সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনের মেরুকরণ। বইতে শুরু করেছে প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচনী ঝড়ো হাওয়া।
তবে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ হাওয়া চরম হয়ে ওঠেছে। সাধারণ ভোটারদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য নির্বাচন আলোচনার প্রধান আকর্ষণ হয়ে ওঠেছে। নির্বাচনী এলাকার ভোটারসহ জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে এমন তথ্য ফুটে ওঠেছে।
বিশেষ করে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে জমে ওঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। ভোটারদের সমর্থন ও ভোট কুড়াতে আরামের ঘুম হারাম হয়ে গেছে প্রার্থীদের। এর মধ্যে ৩নং ওয়ার্ডে কয়েকজন প্রার্থীর মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন সদস্য প্রার্থী তারেক আহমদ। নির্বাচনকে ঘিরে তার পক্ষে বিশাল জনমত তৈরি হওয়াতে তিনি নির্বাচন করতে নমিনেশন দাখিল করেন।
এছাড়াও এই ওয়ার্ডে সদস্য পদে আরো কয়েকজন প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
তবে এ ওয়ার্ডে তারেক আহমদের সঙ্গে নির্বাচনী ভোটের মাঠে সদস্য প্রার্থী ফয়জুল ইসলামের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা দাবি ভোটারগণের।
এদিকে অনেকের মতে এ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রধান আকর্ষণ হয়ে ওঠেছেন ও ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন তারেক আহমদ। এক কথায় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন নির্বাচনে ৩নং ওয়ার্ডে ভোটারদের চোঁখ সদস্য প্রার্থী তারেক আহমদের দিকে।
তাই এ ওয়ার্ডের হাট-বাজার সহ ধর্মীয় উপাসনালয় ক্যাম্পাসের প্রধান আলোচ্য বিষয় এখন প্রার্থী, ভোট এবং জয়-পরাজয়। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ফেইসবুকে সম্ভাব্য প্রার্থীদের অনুসারীরা প্রার্থীর পক্ষে সাফাই দিচ্ছেন।
সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী যে ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। সেগুলো হল- ৩নং খাদিমনগর ইউনিয়ন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ও ৬নং টুকের বাজার ইউনিয়ন।
নির্বাচন কমিশন প্রজ্ঞাপনের তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গতকাল রবিবার ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাচাই অদ্য সোমবার ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে আগামী ১৬ই মার্চ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd