সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার গ্যাসফিন্ড এলাকায় সিলেটগামী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে মোঃ আব্দুল্লাহ (২৪) নামে এক পথচারীর নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মানিকপুর গ্যাস ফিল্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ বাহ্মনবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার কাইতুরা গ্রামের ফজলু মিয়ার ছেলে ও মানিকপুর এলাকায় অবস্থিত চারু সিরামিক কোম্পানির শ্রমিক।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও মহাসড়ক থেকে একটি ট্রাক গ্যাসফিল্ডের দিকে ঢুকার সময় আব্দুল্লা রাস্তা পারাপার হচ্ছিলেন। বাস ও ট্রাকের সংঘর্ষের সময় আব্দুল্লাহ চাপা পড়ে যান।
এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন গাড়ি দুটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি জব্দ ও লাশ উদ্ধার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd