সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী ৪ দিনেও উদ্ধার হয়নি। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে পরিবার। নিখোঁজের ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি কার হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের গোপাল সরকারের কন্যা জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজর ১০ম শ্রেণীর ছাত্রী গত ১ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গোপাল চন্দ্র গত ২ ফেব্রুয়ারি ১২৪ নং ডায়েরি করেন।
নিখোঁজ ছাত্রীর পিতার অভিযোগ তার কিশোরী কন্যাকে একই গ্রামের কতিপয় যুবক স্কুলে যাওয়া আসার সময় উত্যক্ত করতো। হয়তো তারাই আমার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত কোন স্থানে লুকিয়ে রেখেছে। মেয়ে আদৌ বেঁচে আছে কি না আমরা বলতে পারছি না। মেয়ের জীবন নিয়ে পরিবার পরিজন উৎকণ্ঠায় রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল কাদের জানান, বিভিন্ন মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd