সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩
তাহিরপুর সংবাদদাতা: প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী ও অপকর্মে লিপ্ত থাকায় সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাব থেকে সংবাদকর্মী মিটু মিয়াকে স্হায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে জরুরি এক সভায় সবার সিদ্ধান্তক্রমে তাকে বহিষ্কার করা হয়।
প্রেসক্লাবের আহবায়ক হাফিজুর রহমান চয়নের সভাপতিত্বে অনুষ্টিত জরুরী সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো.ইসহাক মিয়া, সদস্য সচিব মো. ইমাম হোসেন, সাইফ উল্লাহ, আব্দুল মান্নান, কৃপেশ চন্দ্র তালুকদার রিংকু, রাজু ভূঁইয়া প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দরা জানান, সংবাদকর্মী মিটু মিয়া সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা, প্রতারনার মাধ্যমে একাধিক নারীকে বিয়ে করা, সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস আদালতে দালালী ও তদবির করে এলাকার সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া না করে নিজেকে ভূঁয়া ডিগ্রীধারী পরিচয় দেয়া এবং প্রকাশিত সংবাদ কপি করে নিজের নামে চালিয়ে দেয়া সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকায় তাকে ধর্মপাশা প্রেসক্লাব থেকে স্হায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। তারা আরো বলেন, তার কোন অপকর্মের দায় প্রেসক্লাব এখন থেকে গ্রহণ করবে না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd