সিলেটে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার, নারীসহ আটক ৪

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

সিলেটে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার, নারীসহ আটক ৪

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট রেলওয়ে থানার অভিযানে তিন লক্ষ ষাট হাজার চোরাই স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার ও নারীসহ চার চোরকে আটক করা হয়েছে।
গত ২২ আগস্ট রেলওয়ের পুলিশ সুপার ও সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে তদন্তকারী অফিসার এসআই পলাশ ঘোষ, সংগীয় ফোর্স সহ দ্রুত অভিযান পরিচালনা করে স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার করা হয় এবং জড়িতদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিলেট রেলওয়ে থানায় মামলা (নং-০৩, তারিখ-২২/০৮/২১খ্রিঃ) দায়ের করা হয়। মামলা রুজু করার ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত হলেন- সুমি বেগম (৩০), পিতা-মৃত আলী হোসেন, মাতা-সাফিয়া খাতুন, স্বামী-রাব্বি মিয়া, সাং-ধরমন্ডল, ৯নং ওয়ার্ড, পো-কালীগঞ্জ বাজার, থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-কালামিয়ার কলোনী, রুম নং-১, নর্থইষ্ট মেডিকেলের সামনে, চন্ডিপুল, থানা-দক্ষিন সুরমা, জেলা-এসএমপি সিলেট,

রাব্বি হাসান ওরফে চয়ন (২৩), পিতা-শংকর দাস, মাতা-সংগিতা রানী দাস, সাং-পতনউষর, ৩নং ইউ/পি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, বর্তমান-সিংগ্রাউলি, লামাবাজার, মখলিছ মিয়ার বাসা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার ও ঘটনায় জড়িত।

মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা-মৃত বেগ শাহেদ, মাতা-যমুনা বেগম, ১নং আসামী সুমির পূর্বের স্বামী, সাং-কৃষ্ণপুর, থানা ও জেলা-নেত্রকোনা, বর্তমানে-তেলিপাড়া, ১নং ওয়ার্ড, রাস্তারপাশে নাজমার বাড়ী, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।

Manual8 Ad Code

আমজাদ আলী সাগর (১৯), পিতা-রায়হান খান, মাতা-নেহার বেগম,(চোর মালা বেগমের আপন ছোট ভাই) সাং-তেলিপাড়া, রাস্তার পাশে, পোঃ চকের বাজার, থানা-মোগলাবাজার, এসএমপি সিলেটদেরকে গত ২২/০৮/২১ ইং তারিখ গ্রেফতার পূর্বক ১নং আসামীর হেফাজত হতে বাদীর চোরাইকৃত ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দের পর বিজ্ঞ আদালতের আদেশে ১,২ ও ৩নং আসামীকে ০৩ দিনের পুলিশ রিমান্ডে আনিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদ করিয়া ১ ও ২নং আসামীর ভাড়া ঘর হতে বাদীর চোরাই যাওয়া ৫ ভরি ওজনের ১টি স্বর্ণের নেকলেস, ৮ আনা ওজনের স্বর্ণের ১ জোড়া কানের দুল, ২ আনা ওজনের স্বর্ণের ১টি আংটি ও চোরাই স্বর্ণ বিক্রির নগদ তিন লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার সহ আরো আলামত উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..