বালুর মাঠে জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, ১০ নারী-পুরুষ গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

বালুর মাঠে জুয়ার বোর্ডে পুলিশের অভিযান, ১০ নারী-পুরুষ গ্রেফতার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমায় জুয়াড়ি ১০ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বালুর মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ওই সময় বালুর মাঠের নারী জুয়াড়ি রুমা বেগমের চায়ের দোকানে বসে জুয়া খেলার প্রস্তুতি নিচ্ছিলেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেটের দক্ষিণ সুরমার তেতলি মাঝপাড়ার মৃত মিনু মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৫), একই উপজেলার চৌধুরীগাঁও গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে ইকবাল হোসেন (৪৩), গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের ফরিদ আহমদের ছেলে শিপলু আহমদ (২৮), একই উপজেলার উত্তর রনখেলি গ্রামের চাবুল মিয়ার ছেলে কবির আহমদ (২৮), চাঁদপুর জেলার সদর থানার সাহেব বাজার গ্রামরে লিটন গাজীর ছেলে মো. সাগর (২৭), সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছাপাড় গ্রামের মৃত ইসমত আলীর ছেলে মো. আকসার আলী (৩৫), একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত ইশরাব আলীর ছেলে মো: জাহেদ আলী (২৫), বালাগঞ্জ উপজেলার মনহরপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আক্তার হোসেন (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মানুপাটি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সালাম (৪০) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আব্দুল লতিফের স্ত্রী রুমা বেগম (৩০)।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। জুয়াড়িদের গ্রেফতার অভিযানে তিনি নেতৃত্ব দেন।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..