সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক মোঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপ-পরিদর্শক কাজী হাছান উদ্দিন, কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় মদিনা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বাসায়।
রাত ১১ টায় চাদপুর থেকে ঢাকাগামী পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ১৪-৬৬৫৪) থামিয়ে বাসে তল্লাসী চালিয়ে ১১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী মাদক কারবারীকে আটক করে।
আটককৃতরা হলো কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মান্দারীয়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইয়াসিন (৩৫) ও তাঁর স্ত্রী সাথী আক্তার (২৫)।
পুলিশ আটকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd