জকিগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে পানিতে ডুবে নিহত ৩, আহত ৫

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

জকিগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে পানিতে ডুবে নিহত ৩, আহত ৫

Manual1 Ad Code
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :: সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে ডুবে ৩জনের মৃত্যু ঘটেছে। এ সময় ৪ জনকে আহতবস্থায় মাইক্রোবাসের ভিতর থেকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে পাঠিয়েছে বলে স্থানীয়দের দাবী। ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় ঘটে।

পুলিশ সূত্রে জানিয়েছে, দুর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস সিলেট ট ১১-০৫২২ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে। পরে সিলেট নেবার পথে আরও একজন মৃত্যুবরণ করেন। নিহত আহতদের পরিচয় সনাক্ত করতে পারেননি স্থানীয়রা। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ও গাড়ী উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।তবে গাড়ীতে মোট কয়জন ছিলেন তা সঠিক করে জানা যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..