প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র, গ্রেফতার ৩

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র, গ্রেফতার ৩

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রাজশাহীর বাঘায় ইমো হ্যাক করে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Manual8 Ad Code

তারা হলেন— বাঘার ভানুকর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪), আলী আশরাফের ছেলে শান্ত হক (২৩) এবং মোহদীপুর গ্রামের মৃত খেলাফত মণ্ডলের ছেলে সুরমান আলী (৪৩)।

তাদের কাছ থেকে চার লাখ ৮২ হাজার ৩২২ টাকা, ১৪টি মোবাইল ফোন এবং ৩২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, এ নিয়ে থানায় মামলাও করা হয়েছে।

Manual2 Ad Code

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বাঘায় এ ধরনের প্রতারক চক্র আছে। তারা ইমোর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে কৌশলে তারা ইমোর পাসওয়ার্ড হাতিয়ে নেয়। আর প্রবাসীরা এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। ইমো হ্যাক হয়ে যাওয়ায় এ টাকাও প্রতারকরা তুলে নিতে পারে। এই চক্রের কয়েকজন গ্রেফতার হয়েছে। অন্য সদস্যদের পুলিশও গ্রেফতারের চেষ্টা করছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..