বখাটেদের অপমানে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১

বখাটেদের অপমানে ছাত্রীর আত্মহত্যা

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে বখাটেদের অপমান সইতে না পেরে সুমাইয়া আক্তার নামে এক মাদ্রাসাছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Manual7 Ad Code

মঙ্গলবার রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার (১৫) নবীয়াবাদ গ্রামের গোলাম ছান্দানির মেয়ে ও নবীয়াবাদ আব্দুল ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

নিহতের মা রিনা বেগম জানান, সোমবার বিকালে সুমাইয়া বাড়ির পাশে কালভার্টের উপর পূর্বপরিচিত দুই ছেলের সঙ্গে কথা বলছিল। এ সময় নবীয়াবাদ গ্রামের হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া, হাকিম মিয়ার ছেলে জাকির মিয়া, হেলাল মিয়ার ছেলে শরিফ মিয়া, কাদির মিয়ার ছেলে শাহাদাত, কাশেম মিয়ার ছেলে ইসমাঈল, মোর্শেদ মিয়ার ছেলে সোহাগসহ একদল বখাটে তাদের কথা বলতে দেখে কুরুচিপূর্ণ বাজে মন্তব্যসহ দীর্ঘক্ষণ অপমান করে।

Manual6 Ad Code

সেই অপমান সইতে না পেরে মঙ্গলবার বিকালে বিষপান করে সুমাইয়া। পরে পরিবারের সদস্যরা বিষপানের বিষয়টি জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি, তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..