সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : প্রকাশ্যে হুমকি দেওয়ায় সিলেটের এক ফেসবুক ‘সাংবাদিকের’ বিরুদ্ধে জিডি করেছেন একটি টিভি চ্যানেলের সিনিয়র চিত্র সাংবাদিক ও সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসাসিয়েশনের সভাপতি দিগেন সিংহা।
মঙ্গলবার বিকালে সিলেট কোতোয়ালি থানায় লন্ডন বাংলা ফেসবুক পেজের ফটোগ্রাফার শাহপরাণ সুমনের বিরুদ্ধে তিনি এ জিডি করেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত করোনা সংক্রমণ রোধ ও সিলেটের চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক জরুরি সভা চলাকালে ছবি তোলা নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সুমনের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় সাংবাদিক দিগেন সিংহ উভয় পক্ষকে শান্ত করতে গেলে কথিত ‘সাংবাদিক’ সুমন তাকে গালিগালাজ করেন।
সুমন সাংবাদিক দিগেন সিংহ ও অন্যান্য চিত্র সাংবাদিকদের দেখে নেওয়ারও হুমকি দেন। এ অবস্থায় সাংবাদিকদের জানমালের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকালে সিলেট কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি করেন সাংবাদিক দিগেন সিংহ।
জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, আমরা জিডি পেয়েছি। আদালতের অনুমতি পেলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd